ইজতেমা ময়দানে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিয়ানীবাজারে বিক্ষোভ

2

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে উগ্র সাদপন্থী সন্ত্রাসীদের নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এবং বিয়ানীবাজার উপজেলায় সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিয়ানীবাজারের সর্বস্তরের তাওহীদি জনতা ব্যানারে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে মধ্য বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় পথসভায় বক্তব্য রাখেন এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল আহাদ, মাওলানা খুবায়েব আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আব্দুল হামিদ খান।
বক্তারা বলেন টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন ঠিক তখনই চিহ্নিত ‘আওয়ামী ও ভারতীয় দোসর সাদপন্থীরা’ পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ শাস্তি দাবী করি। একইসাথে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে সাদপন্থী ‘সন্ত্রাসীদের’ সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানান।
এসময় বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের আলিম উলামা, তাবলীগ সাথী, ছাত্র, ব্যবসায়ী ও সর্বস্তরের তাওহীদি জনতা। বিজ্ঞপ্তি।