সড়ক দুর্ঘটনায় নিহত মাহিন ও সায়েমের দাফন সম্পন্ন

3

আতিকুর রহমান, ছাতক

সড়ক দুর্ঘটনায় নিহত ছাতকের সৈয়দ মকসুদ হাসান মাহিন ও আব্দুল আজিজ সায়েমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় তাতিকোনা ঈদগাহ মাঠে সৈয়দ মকসুদ হাসান মাহিন ও শুক্রবার রাত ১০টায় রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা মাঠে আব্দুল আজিজ সায়েমের জানাজার নামাজ সম্পন্ন শেষে দাফন করা হয়।
নিহত সায়েম, ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের হাজি মনর আলী ছেলে। ছাতক পৌরসভার তাতিয়াকোনার বাসিন্দা সৈয়দ মকসুদ হাসান।
শুক্রবার সকাল ১০টায় সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক দামড়িব্রীজ-সংলগ্ন এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ৩জন নিহত হন এবং গুরুতর আহত হন আরো দুজন।