সিলেট ক্যাডেট কলেজের ৪৫তম ব্যাচের নভিসেস ড্রিল

3

সিলেট ক্যাডেট কলেজের নবীন ক্যাডেটদের প্রাণবন্ত কুচকাওয়াজ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৪৫তম ব্যাচের ৫৩ জন ক্যাডেটের পূর্ণাঙ্গ ক্যাডেট হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ৩০ নভেম্বর অনুষ্ঠিত নভিসেস ড্রিল, উপস্থিত সকল অতিথিকে মুগ্ধ করে। দীর্ঘ প্রায় দুই মাসের কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের পর নবীন ক্যাডেটগণ নভিসেস ড্রিল অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ক্যাডেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। সিলেট ক্যাডেট কলেজের নবাগত ক্যাডেটদের এই নভিসেস ড্রিল সকল অভিভাবক, শিক্ষক, প্রশিক্ষকসহ প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
নভিসেস ড্রিল প্রতিযোগিতায় তিনটি হাউসের মধ্যে তিতুমীর হাউস চ্যাম্পিয়ন ও সুরমা হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বেস্ট কমান্ডার হয় ক্যাডেট আবরার, ক্যাডেট নম্বর ২৩৭৩, তিতুমীর হাউস। বেস্ট টার্নআউট ক্যাডেট ওয়াফিক, ক্যাডেট নম্বর ২৩৮৬, শাহজালাল (রঃ) হাউস। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন কলেজ মেডিকেল অফিসার মেজর ওমর ফারুক ফাহাদ, সার্জেন্ট শাহ আলম, সিএসএম এবং সার্জেন্ট রাজন কান্তি বড়ুয়া, বাদ্যযন্ত্র প্রশিক্ষক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজর শেখ রাশশাদ রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, “নভিসেস ড্রিলের মাধ্যমে একজন ক্যাডেট দৈহিক সামর্থ্য ও শরীর গঠন ছাড়াও নেতৃত্ব দান, আনুগত্য, দেশাত্মবোধ, আইনের প্রতি মর্যাদা ও ভাবাবেগ নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন করে।” তিনি আরও বলেন, “কলেজের পাশাপাশি অভিভাবকদেরকেও ক্যাডেটদের উন্নত মূল্যবোধ গঠনে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে।” তিনি আগামী দিনগুলোতেও সিলেট ক্যাডেট কলেজের যে কোন অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজর শেখ রাশশাদ রহমান অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি