কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ২০২৫-২৬ সালের কার্যকরি পরিষদ নির্বাচনের লক্ষ্যে ২০২৪ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের আহবায়ক মুকতাবিস উন নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাহিত্য সংসদের ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়পত্র বিতরণ করা হবে।
মনোনয়ন পত্র দাখিল ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা একই দিন ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা এবং চুড়ান্ত প্রার্থী তালিকা একই দিন ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। ৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নিকট থেকে নির্ধারিত তারিখ ও সময়ে একক মনোনয়ন পত্র ফরম ফি ৩০০০/- টাকা ও প্যানেল মনোনয়ন পত্র ফরম ফি ৩০, ০০০/- টাকা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ দরগা গেইট সিলেট বরাবরে ব্যাংক ড্রাফট/পে অর্ডার অথবা নগদ অর্থ জমা দানের মাধ্যমে ফরম সংগ্রহ করো যাবে। বিজ্ঞপ্তি