প্রত্যাশিত সংস্কারে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় লাগতে পারে

4

কাজির বাজার ডেস্ক

প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে, অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘কমিশনগুলোর থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার।’
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা করা হবে। আলোচনার জন্য অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে।’ সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি চ‚ড়ান্ত করা হবে।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, ‘প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে।’
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাইয়ে সংঘটিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সাথে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাব।’ তবে কোনো দলকে আগে থেকে সরকার নিষিদ্ধ করবে না বলে জানিয়েছেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
মানবিক পুলিশ হিসেবে গড়ে ওঠার আহŸান আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নিজেদের মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা পুলিশের এখন দায়িত্ব। অপরাধ দমন, নিরাপত্তা বিধান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অন্যতম দায়িত্ব।
বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহীতে সারদায় আলোচিত ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্যও কাজ চলছে বলে মন্তব্য করেন।
এবারের কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বাহারুল আলম বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট এসআই মোঃ নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করেন। পরে নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহŸান জানান আইজিপি। সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়া ৪০তম এই ব্যাচ থেকেই গত দুই মাসে নানা কারণ দেখিয়ে তিন শতাধিক প্রশিক্ষণরত এসআইকে অব্যহতি দেওয়া হয়।