জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ

31

কাজিরবাজার ডেস্ক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমের প্রথম মেধা national-university_90533তালিকা প্রকাশ করা হয়েছে।
গতকাল বৃস্পতিবার বিকাল চারটায় এ তালিকা প্রকাশ করা হয়।
চলতি শিক্ষাবর্ষে ৬৫৭টি কলেজে ৫ লাখ ৪২ হাজার ৩৪৯ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করে। ৩০টি বিষয়ে মোট ৩ লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী স্থান পায়।
প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২২ নভেম্বরে মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য জানান।
ফলাফল ঝগঝ এর মাধ্যমে পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপসনে গিয়ে (হঁ স্পেস ধঃযহ স্পেস ৎড়ষষ হড় টাইপ করে ১৬২২২ নাম্বারে ংবহফ করে ফল পাওয়া যাবে। রাত নয়টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং)।