স্টাফ রিপোর্টার
জরুরী মেরামত কাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় কাল সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার বিকেলে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (৭ ঘণ্টা) মহানগরীর ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- মেন্দিবাগ, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, জেলগেট, বন্দরবাজার রোড, ওসমানী শিশুপার্ক, মুহিত ক্রীড়া কমম্পেøক্স ও আশপাশ এলাকাসমূহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।