ব্যবসায়ীরা দেশের উন্নয়ন অগ্রগতি এবং অর্থনীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন – আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

7

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের বড় সম্পদ। ব্যবসায়ীরা দেশের উন্নয়ন অগ্রগতি এবং অর্থনীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন। বর্তমান সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছেন। সরকারের পাশাপাশি ব্যবসায়ীরা করোনাকালীন সময়ে নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করেছেন, যা প্রশংসার দাবি রাখে।
তিনি গত রোববার রাতে টিলাগড়স্থ বাসভবনে নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শুরুতে সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম সহ নেতৃবৃন্দ শফিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কবির আহমদ, আলতাফ হোসেন, শহীদুল হক, সাজুওয়ান আহমদ, এনামুল হক, বাবলু আহমদ, লিটন চন্দ্র পাল, এনামূল হক এনাম, কামাল উদ্দিন, শাহীন আহমদ, সদস্য মাসুদ হোসেন খান, রূপন খান, সাজু ইবনে হান্নান খান, রফু মিয়া, শেখ জুনেদ আহমদ, মঞ্জুর আহমদ, কবির আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, মো. বেলাল উদ্দিন, রিয়াদ আহমদ, শেখ মোহাম্মদ জুনেদ আহমদ, তানভীর হোসেন রহিম, মো. রুমেল আহমদ, জুয়েল তালুকদার, রাহেল আহমদ, ফয়জুর রহমান, মো. জাকারিয়া, শাকির মিয়া, আবুল হোসেন, হোসাইন আহমদ লস্কর, কাজী সাজু, মীর মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান আতিক, নান্নু, আহমদ, আহমদ শিহাব উদ্দিন, মো. শাবুল আহমদ, ওলিউর রহমান, এহিয়া রেজা, নেপাল দে, নাদিমুর রহমান নাদিম, রাসেল আহমদ, জুবের আহমদ, লিটন দাস, আবু বক্কর টিটু, মারুফ হোসেন, মো. শরফরাজ প্রমুখ। বিজ্ঞপ্তি