করোনার নতুন ধরণ নিয়ে যে বার্তা দিচ্ছে শাবির করোনা শনাক্তকরণ ল্যাব

10

শাবি প্রতিনিধি

সম্প্রতি ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। পাঁচজনের নমুনা পরীক্ষায় নতুন ধরনটি পাওয়া গেছে। যা সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরে এসেছে।
করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনা শনাক্তকরণ ল্যাব। শাবিতে স্থাপিত ল্যাবের কোভিড টিম লিডার বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, আগের তুলনায় অনেকাংশে কম নমুনা ল্যাবটিতে আসছে। যেহেতু সিলেট বিভাগের চারদিকেই ভারতের সীমান্ত এবং ভারতের সাথে এই অঞ্চলের মানুষের একটি সহজ যোগাযোগ লক্ষণীয়। সেক্ষেত্রে এই অঞ্চলের প্রাপ্ত নমুনায় করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ নিয়ে নজরদারী আছে ল্যাব সংশ্লিষ্টদের। এক্ষেত্রে সরকারি সকল দায়-দায়িত্ব, সহযোগীতাও করতে পারবে ল্যাবটি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন: হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হলো।
উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হলো। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে কেভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেয় অধিদপ্তর।