সাঈদুর রহমান লিটন

11

রূপসী বাংলাদেশ :

অবুঝ মনে দোলা লাগা
সবুজ বাংলাদেশ,
সবুজ শ্যামল রঙের খেলা
রূপের নাইকো শেষ।

রঙ-বেরঙের পাখির মেলা
কিচিরমিচির গান,
পাহাড় থেকে ঝরে পরে
স্বচ্ছ পানির বান।

মাঝি মাল্লা নাও বেয়ে যায়
মাছ ধরে যায় মাঝি,
রূপের সেরা দেশের জন্য
ধরতে পারি বাজি।

সাগর পারে প্রভাত বেলায়
সূর্য উঠার ছবি,
ছলাৎছলাৎ ঢেউয়ের তোড়ে
হলেন কতো কবি।

সোনার ধানে মাঠ ভরে যায়
শাপলা শালুক বিলে,
এমন সুন্দর দেশের মাঝে
আছি সবাই মিলে।