দেশব্যাপী ধর্ষণ ও নারী নিযাতনের প্রতিবাদে সুজন সিলেটের মানববন্ধন

5

দেশব্যাপী ধর্ষণ, নারী নিযাতনের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সুজনের সম্পাদক এডভোকেট শাহ সাহেদা। সংগঠনের পক্ষ থেকে লিখিত দাবিগুলো তুলে ধরেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।
আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, হিউম্যান রাইটস ডিফেন্ডার এর সদস্য সচিব লক্ষী কান্ত সিংহ, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সংক্ষুবদ্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, সুজন এর সদস্য ইউসুফ আলী, এডভোকেট নুসরাত হাসিনা সম্পা, এড. জাকিয়া জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এড. হুমায়ূন রশীদ সোয়েব, সুজন সদস্য গাজী কামাল, পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সুজন সহসম্পাদক দেলোয়ার হোসেন, গ্রীন ভিলেজ ক্লিন ভিলেজ এর আহ্বায়ক রোটা. ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন, এড. সৈয়দ কাওছার আহমদ, প্রকৌশলী সেতু কুমার বড়ুয়া, ইসলাম উদ্দিন, সুজনের কোষাধ্যক্ষ এ. মুহিদ চৌধুরী, মোজাহিদ আহমদ, প্রধান শিক্ষক বিলাল আহমদ, মুফতি সাদিকুর রহমান ইয়ামানী, ভূমি সন্তান আশরাফুল কবির, সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, বৃক্ষছায়া শহীদ আহমেদ খান, মানবাধিকার কর্মী দেলোয়ার আহমদ, ফজলুর রহমান শিপু, ইমাম উদ্দিন কামাল, রাজীব চাকমা, বুশরা জাহান, পপি বেগম, দুর্জয় রায়, মুজাহিদুল ইসলাম, বদরুদ্দোজা বদর, আলী মাহমুদ, তাসিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি