সোমা মুৎসুদ্দী

4

খোকার মুখে চাঁদের হাসি :

খোকার মুখে চাঁদের হাসি
দেখতে লাগে বেশ।
সেই হাসিটা বাংলাদেশের
মধুর পরিবেশ।
ছোট্ট খোকার মাঝে আছে
ফুল পাখি ও আলো।
তাইতো খোকার হাসি দেখে
ঘুচে মনের কালো।
একদিন ওরা বড় হয়ে
গড়বে বাংলাদেশ।
খোকার মুখে চাঁদের হাসি
দেখতে লাগে বেশ।