সাহেব মাহমুদ

2

মিলগরমিল :

কোথাও শান্তির ছায়া নেই তবুও পথচলা আগামীর দিকে,
যদিও কারো আগামী নেই।

বেহিসাবি ঘুরে বেড়ায় সমুদ্রের প্রবল ঢেউ,
যেমন বুকময় আছড়ে পড়ে আজকাল দুঃখগুলো।

ভাসিয়ে দিয়ে আকাঙ্ক্ষার
লাল কৃষ্ণচূড়া,
কখনো – সখনো ঘুমের মধ্যেই ঘটে যায় অলৌকিক বিস্ফোরণ,
এলোমেলো করে হৃদয়ের অভ্র ও আবির।

ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা
রাখা হয়নি,
কানামাছি খেলে যাই মিলগরমিলে।