নবীগঞ্জে ১৪ বছর বয়সী বালক চালাচ্ছে মিশুক

10

তোফাজ্জল হোসেন নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামের মামুন মিয়া(১৪) বছর বয়সেই মিশুক চালাচ্ছে টাকা রোজ গারের জন্য। জন্তরী গ্রামের কাচন মিয়ার ৫ম ছেলে মামুন। অভাবের তাড়নায় পড়াশুনা বাদ দিয়ে গাড়ি চালানোকে পেশা হিসেবে বেঁচে নিয়েছে ছোট বালকটি। পরিবারের লোক সংখ্যা ৯ জন। ৯ জন সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়েছেন কাচন মিয়া। যে বয়সে মামুনকে স্কুলে বা মাদরাসায় লেখাপড়া করার জন্য যাওয়ার কথা, সে সময় মামুন মিয়া মিশুক চালনায় ব্যস্ত টাকা রোজগার করার জন্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এই মিশক চালক মামুনকে দেখলে মনে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নত। এ রকম আরো অনেক মামুন নবীগঞ্জ উপজেলার অলিতে গলিতে গাড়ি চালাচ্ছে। অল্প বয়সে গাড়ি চালানোর কারণে অনেক দুর্ঘটনাও ঘটছে।