২ মাসে সিলেটে বিএসটিআই’র ১৬৭টি মামলা, প্রায় ৩৮ লক্ষ টাকা জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপে কারচুপি রোধ এবং পণ্য মোড়কজাতকরণ বাস্তবায়নের লক্ষ্যে বিএসটিআই সিলেটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিভাগের চার জেলায় বিভিন্ন উপজেলায় গত জুন ও জুলাই মাসে ১১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬৭টি মামলা দায়ের করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৭ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলি নিষ্পত্তি করেন।
এছাড়া সিলেট মহানগরীসহ বিভিন্ন জেলায় ১৪৮টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে আদালত ১ লাখ ৪০ হাজার টাকা আদায়ের মাধ্যমে ৪টি নিয়মিত মামলা নিষ্পত্তি করেন। এ তথ্যটি জানান বিএসটিআই’র উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান প্রকৌ: মৃনাল কান্তি বিশ্বাস।