স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সাংবাদ সম্মেলন

2

কবির আল মাহমুদ, স্পেন থেকে :
স্পেনের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোটার তালিকা প্রণয়নসহ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের পাশাপাশি সংবাদ কর্মীদের সহযোগিতা চাইলেন নতুন দায়িত্ব পাওয়া নির্বাচন কমিশন।
সোমবার (১৫ নভেম্বর )রাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলে আয়োজিত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার। নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা ও যুগ্ম সচিব এস এম মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক মনু, মাহবুবুর রহমান ঝন্টু, কোষাধ্যক্ষ বাহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সদস্য হেমায়েত খান, জাকিরুল ইসলাম জাকি, মাহবুব আলম শিপন, সাঈদ মিয়া প্রমুখ। এছাড়া উপস্তিত ছিলেন কমিউনিটি নেতা মাহবুবুর রহমান ঝন্টু, সাইফুল ইসলাম ইকবাল।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান কমিশনার খুরশেদ আলম মজুমদার বলেন, ভোটার তালিকা ডিজিটাল পদ্ধতিতে তোলার ব্যবস্থা, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য সকল আঞ্চলিক কমিটির সাথে বৈঠক, নির্বাচনী আচরণবিধি মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি, নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা বাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায়সহ সংগঠনের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন।