সিসিক নির্বাচন ॥ ১৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

20

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ তারিখ আগামী বৃহস্পতিবার। তবে এরই মধ্যে গতকাল সোমবার ১৩ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে, ১০ জন মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও কেউ এখনও জমা দেননি।
সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর থেকে গতকাল সোমবার পর্যন্ত মেয়র পদের ১০জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জনসহ সর্বমোট ২৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সোমবার সংরক্ষিত আসনের ৩ জন এবং কাউন্সিলর পদের ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিপিবি-বাসদ বামজোটের আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ও মুক্তাদির হোসেন তাপাদার।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও বিএনপির মনোনয়নকে পাচ্ছেন সে বিষয়ে এখনও দলের সিদ্ধান্ত আসেনি। আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই ১ ও ২ জুলাই এবং প্রত্যাহার ৯ জুলাই।