তীব্র গরমে নাভিশ্বাস জনজীবনে

13

স্টাফ রিপোর্টার :
তাপমাত্রা বেড়ে যাওয়ায় নগরীর রিক্সাচালক, পথচারী সবারই কাঠফাটা গরমে চরম দূরবস্থা বিরাজ করছে। বৃষ্টি না হওয়ায় সূর্যের খরতাপে তেঁতে উঠেছে সিলেটেসহ সারা দেশ।
গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় নগরীতে মানুষ রাস্তায় বের হয়েছেন কম। তবে প্রয়োজনে যারা বাইরে এসেছেন, তারা ছিলেন গরমে কাহিল। দোকান থেকে ঠান্ডা পানি, কোমল পানীয়, আইসক্রিম, ফুটপাতের দোকানে বানানো শরবত কিনে খেতে দেখা গেছে অনেককে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আরো কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে গরমের কারণে ডায়রিয়া, জ্বর, হিটস্ট্রোক, জলবসন্তসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলেছেন, তীব্র গরমে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। একই সঙ্গে ফুটপাতের খোলা খাবার পরিহার ও শরবত পান না করারও পরামর্শ দিয়েছেন তারা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এ অবস্থায় সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। এ মাসের শেষ দিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি শক্তিশালী হয়ে চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা মে মাসের প্রথমদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।