গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

7

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার ৬ মুদি দোকানদারকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার উপজেলার গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর বাজারে পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এই জরিমানা করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলোর মধ্যে গোলাপগঞ্জ বাজারের মেসার্স মাতাব এন্ড সন্সকে ১০ হাজার, মতছির আলী এন্ড সন্সকে ১০হাজার টাকা ও মেসার্স বিশু ভেরাইটিজ-১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকাদক্ষিণ বাজারের উজ্জল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, খালেদ ষ্টোরকে ১০হাজার টাকা জরিমানা এবং ভাদেশ্বর বাজারের বজলুর ষ্টোর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বিভিন্ন অজুহাতে দোকানিরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছিলেন। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ দোকান মালিকদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে বলে জানান তিনি।