হাটখোলায় কিশোর কিশোরী ক্লাবে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

5

‘বাল্যবিবাহ নারীর অগ্রগতিকে ব্যাহত করে। এর ফলে নারীর অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হয়। অল্পবয়সে বিবাহ মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায়। এমনকি নবজাতকের মৃত্যুর আশঙ্কাও তৈরি করে। বাল্যবিয়ের ফলে অল্পবয়সে গর্ভবতী হওয়ার ফলে অপুষ্টিজনিত কারণে অনেক সময় নবজাতক মারাও যায়। এমনকি নবজাতক বেঁচে থাকলেও পরবর্তীতে এসব শিশুরা বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে। অল্প বয়সে বিয়ের ফলে একটি মেয়ের পক্ষে অন্য একটি পরিবারের অনেক বিষয় সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। এর ফলে তারা অনেক শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়ে থাকে। অনেকসময় বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে। ফলে পরবর্তীতে এসব মেয়ের বাবা-মায়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়, যা কোনো বাবা-মা কখনো কামনা করেন না। বিবাহ বিচ্ছেদের ফলে মেয়ের ভবিষ্যৎ জীবনও অনিশ্চিত হয়ে পড়ে।’
বাল্যবিয়ে কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। তাই সবর্দা নেতিবাচক ফলবাহী বাল্যবিয়ে বন্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ ও আইন প্রণয়ন করা হয়েছে। তবুও আমাদের দেশে বাল্যবিয়ে থেমে নেই। বাল্যবিয়ে বা শিশু বিয়ে করতে আমাদের সকলের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বাল্যবিয়ে ব্যক্তি পর্যায়ে ক্ষতি করার সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকেও ব্যাহত করে।
পরিবার থেকে বাল্যবিয়ে প্রতিরোধসহ এ সংক্রান্ত সচেতনতা তৈরির চর্চা করতে হবে। বাল্যবিয়ে সামাজিকভাবেই প্রতিহত করতে হবে। সরকার বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জরুরি সেবা চালুর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে কিশোর কিশোরী ক্লাব স্থাপন করেছে। যার মাধ্যমে কিশোর কিশোরীদের মানসিক বিকাশসহ বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের মত অপরাধ বন্ধ হবে বলে আমরা আশাবাদি।’
বুধবার দুপুর ১১ টায় সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজাগাঁও উচ্চ বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব আয়োজিত বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, তালাক, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাস্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার এসব কথা বলেন।
প্রোগ্রাম অফিসার শামছুন্নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. রফিকুজ্জামান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিনও সহকারী শিক্ষক মোহাম্মদ শাবাজ মিয়া, ফিল্ড সুপারভাইজার জয়নারায়ন চন্দ্র মোহন্ত ও রেজাউল করিম, জেন্ডার প্রোমোটার উষা রাণী দাস, ক্লাব কো-অর্ডিনেটর আলেয়া খাতুন প্রমুখ।
সংগীত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভার শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিশোর কিশোরী ক্লাব সদস্য লুৎফাতুন লিসা স্বাগত বক্তব্য দেন। সভায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি