শফিকুল মুহাম্মদ ইসলাম

15

উন্মোচিত বৈশাখ :

লাল পেড়ে সাদা শাড়ি এলোমেলো চুলে;
বহুদূর হেঁটে যাও রমনার বটমূলে।
আনন্দেতে মুখরিত এই বৈশাখের মেলা;
আনমনে থেকো নাকো তারে করে হেলা।

থুতনিতে হাতরেখে মুখে দিও হাসি;
বাঙালি প্রেমিক তবে যাবে ভালোবাসি!
উন্মোচিত হোক এই বৈশাখের রূপ;
আজো আকাশেরতলে পড়ে ছায়াধূপ!

বাংলার অঙ্গনে বাজে সম্প্রীতির সুর:
তটিনীর পাড়ে দেখো আনন্দ মধুর!
ওই প্রস্তর যুগের স্মৃতিগুলো ভাসে,
বৈশাখী মেলাতে যাও তাদের তালাশে।

সার্কাসেই মাতোয়ারা বাঙালির মন,
নতুনের আহ্বানে করে শত পণ।
নাগরদোলাতে যেন সুখ খুঁজে পাই,
এসো এসো হে বৈশাখ আমি যাব ভাই।