শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ – নুরুল ইসলাম নাহিদ এমপি

4

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে প্রিয় স্বদেশ। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বিশ্ব সভায় বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ৩ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে বরায়া উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আমাদের সবার একটাই চাওয়া হতে হবে আমাদের সন্তান যেন লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। ৪-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরায়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক দুলাল আহমদ চৌধুরী। শিক্ষক আজমল হোসেন চৌধুরীর পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বরায়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি কিজির উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রুমেল সিরাজ, সদস্য কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, সমাজসেবক ফরহাদ আহমদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা মনিরুল হক পিনু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। পরে বিকেল ৩টায় ভাদেশ্বর পশ্চিম ভাগ খানম আহমদ মহিলা মাদ্রাসা মোড়ার কিয়ার সড়ক ও পশ্চিম ভাগ তেরাগুলি মোড়ার কিয়ার সড়কের কাজ শেষ হওয়ায় দুইটি রাস্তার উদ্বোধন করেন এবং বিকেল ৪টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে হুফফাজে কুরআন মহিলা দাখিল মাদ্রসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি।