বাহুবলে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

35

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে দু’টি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ওই এলাকার আরামবাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার ও বনলতা হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, মঙ্গলবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম উপজেলার চর বাজারে মালামাল বহনকারী ইঞ্জিনচালিত ট্রলির লাইসেন্স না থাকায় চালক মোক্তার হোসেনকে ১ হাজার ৫শ’ টাকা, আলাউদ্দিনকে ৫শ’ টাকা ও অন্য এক চালককে ৫শ’ টাকা জরিমানা করেন। এছাড়া ওই এলাকার আমান আলী টিম্বার স’মিলের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় ২ হাজার টাকা এবং নিম্নমানের বিস্কুট তৈরির দায়ে আনন্দ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা এবং আয়োডিন বিহীন লবণ বিক্রির অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ১৪শ’ টাকা জরিমানা করেন।