নগরীতে করোনার টিকা নিলেন আরও ৬৩০৬ জন

4

স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনার টিকা নিয়েছেন আরও ৬ হাজার ৩০৬ জন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৩৭০ জন। অন্যদের দেয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকা।
বুধবার (১১ আগষ্ট) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল ও সিলেট সিটি করপোরেশনের নিচতলায় স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়েছে।
ওসমানী হাসপাতালে মডার্না টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৩ হাজার ৭৯০ জনকে। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৫২৫ ও মহিলা ১২৬৫ জন।
আর সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৫৮০ জনকে। এদের মধ্যে পুরুষ ৩৬৫ ও মহিলা ২১৫ জন। সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে মোট ৩০৬ জনকে।
এদিকে নগরভবনের নিচতলায় স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে মোট ১৬৩০ জনকে। এদের মধ্যে পুরুষ ১০১০ ও মহিলা ৬২০ জন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ তিন কেন্দ্রে আবারও যথারীতি টিকাদান কার্যক্রম চলবে।