সুন্দর জীবন ও উন্নত ভবিষ্যৎ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই – শারমিন সুলতানা

17
চীনে চাকুরি ভিসার জন্য সাক্ষাতকার গ্রহণ ও চাকুরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা বলেছেন, দেশের বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিণত করতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তাই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করে তুলতে বেকার যুব সমাজকে প্রশিক্ষণে আগ্রহী হতে হবে। সুন্দর জীবন ও উন্নত ভবিষ্যৎ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি ২৩ নভেম্বর শনিবার সকালে নগরির আলমপুরস্থ সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে গ্লোবাল ইন্টিগ্রেট সাভির্সেস লিমিটেড আয়োজিত চীনে চাকুরী ভিসার জন্য সাক্ষাতকার গ্রহণ ও চাকুরী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে ও ইন্সটাক্টর মোঃ জাকির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ পারভীন, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মির কামরুল হোসেন, গ্লোবাল ইন্টিগ্রেট সাভির্সেস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কুদ্দুছ, চায়না প্রতিনিধি উইলিয়াম হাঙ্ক।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রেজাউল করীম। স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ইন্টিগ্রেট সাভির্সেস লিমিটেড এর পরিচালক আবুল হাসনাত। বিজ্ঞপ্তি