সন্তান কার কাছে থাকবে ॥ পারিবারিক আদালতের রায় স্থগিত ॥ স্বাভাবিক কোর্ট খোলার পর বিষয়টি ফের উপস্থাপনের নির্দেশ

2

কাজিরবাজার ডেস্ক :
বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে শিশুটি কার কাছে থাকবে তা নিয়ে আদালতে দম্পতি। তারা দুজনই উচ্চ শিক্ষিত। ছাত্রাবস্থায় ভালবেসে বিয়ে করেন ২০০৭ সালে। তিন বছরের মাথায় ২০১১ সালে তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। কিন্তু দাম্পত্য জীবনের এক যুগ পেরোতেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়। মা থাকেন ধানমন্ডিতে আর বাবা থাকেন গাজীপুরে। মা ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা। বাবা ব্যবসা করেন। তাদের একমাত্র সন্তানের অধিকার পেতে চলছে আইনী লড়াই। পারিবারিক আদালতের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। এখন থেকে ১০ বছরের কন্যা সন্তান মায়ের জিম্মায় থাকবে। আর বাবা সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন। স্বাভাবিক কোর্ট খোলার পর বিষয়টি পরবর্তী আদেশের জন্য উপস্থাপন করতে আইনজীবীকে নির্দেশ দেয়া হয়েছে।
২০১৯ সালে এই দম্পতির বিচ্ছেদের দুই বছর পর সন্তান ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন বাবা। পারিবারিক আদালত বাবার পক্ষে রায় দিলেও হাইকোর্ট সে আদেশ স্থগিত করে দিয়েছে। ফলে সন্তান আপাতত মায়ের কাছেই থাকছে। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পারিবারিক আদালতের আদেশ স্থগিত করে দেয়। সেইসঙ্গে ১০ বছরের কন্যা সন্তানকে মায়ের জিম্মায় রাখার আদেশ দেয় আদালত। আর বাবাকে বলা হয়েছে তিনি সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন। আদালতে মায়ের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম ও মাসুদ রানা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।