সিলেট অঞ্চলের ১৩৭ জনের হিফজ সমাপনী সার্টিফিকেট গ্রহণ ॥ কুরআনের আলোয় আলোকিত হওয়ার প্রত্যয়

38
গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে সাতবাক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে অতিথিদের সাথে সিলেট অঞ্চলের ১৩৭ জন হিফজ সমাপনকারীদের হাতে সার্টিফিকেট।

কুরআনের আলোয় আলোকিত হওয়ার প্রত্যয় গ্রহণের মধ্য দিয়ে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারীদের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ শুক্রবার সাতবাক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ১৩৭ জন হাফিজ সমাপনী সার্টিফিকেট গ্রহণ করেন। যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় এসব হিফজ সম্পন্নকারীদের শিক্ষা ব্যয় বহন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র সমাপনী সনদ গ্রহণ করলে চলবেনা কুরআন অধ্যয়ন করতে হবে এবং এটাকে আত্মস্থ করতে হবে। একই সাথে কুরআনের আদর্শ নিজেদের জীবনে প্রতিফলিত করতে হবে। ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জোম আলোচনায় লন্ডন থেকে অংশগ্রহণ করেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান ড. জিয়াউল হক, ট্রাস্ট্রি আবদুর রাহমান মাদানী, ট্রাস্টি ড. আবদুস সালাম আজাদী, ট্রাস্টি ড. আশরাফ মাহমুদ উজ্জ্বল, ট্রাস্টি আবুসাঈদ আনসারী। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর সিলেট প্রতিনিধি ও কানাইঘাট সুজাউল ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩নং দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়াজ উদ্দিন, গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসাইন এবং সিলেট প্রতিনিধি আব্দুল বাতিন ফয়সল, গাছবাড়ি জামিউল উলূম কামির মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আনিসুর রহমান চৌধুরী, অভিভাবক ও সাতবাক হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য বশির উদ্দিন চৌধুরী, অভিভাবক কাজী হাফেজ মাওলানা ফখরদ্দিন, বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান খান। শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদের পরিচালনায় সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক হাফিজ নুরুল ইসলাম, কুদরতউল্লাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল হালিম, সাতবাক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল খালিক। মোনাজাত পরিচালনা করেন ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমান।
গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান ড. জিয়াউল হক তার বক্তব্যে বলেন, কুরআনের হিফজকারী এবং যারা অন্যকে কুরআন শুনান তারা শ্রেষ্ঠ কোরআন জানবে শিখবে অন্যকে শিখাবে কোরআনের আলোয় আলোকিত হয়ে মানুষকে হেদায়তের পতে নিয়ে আসতে হবে তাহলে জীবনের সফলতার সাথে সাথে আজকের এই কার্যক্রমের সফলতা সার্থক হবে । বিজ্ঞপ্তি