নির্বাচিত হলে তরুণ প্রজন্মকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলবো – আনোয়ার উদ্দিন

13

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের গণঐক্য সমর্থিত বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আনোয়ার উদ্দিন বোরহানাবাদীর হারিকেন প্রতীকের সমর্থনে বৃহস্পতিবার পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ২টা নগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, চৌহাট্টা, দরগাহ গেইট, জিন্দাবাজার প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগ শেষে আয়োজিত এক পথ সভায় আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বলেন, আমি যদি সিলেট-১ আসনে নির্বাচিত হই, তাহলে তরুণ প্রজন্মকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলবো। তাছাড়া সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবো। অবৈধভাবে যারা নদী তীর দখল করে রেখেছেন তাদের উচ্ছেদ করবো। সিলেট-১ আসনের প্রতিটি পাড়া মহল্লায় উন্নয়নের ছোঁয়া পৌছে দেবো। প্রতিহিংসার রাজনীতিকে প্রতিরোধ করে সুন্দর একটি আলোকিত সমাজ গঠনে হারিকেন মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, শিল্পী রুস্তুম মিয়া, বিশিষ্ট তরুণ সমাজসেবক শিবলু আহমদ, জহুর উদ্দিন, আমিনুল ইসলাম বকুল, মকবুল আলম, কবির মিয়া, বাসিত মিয়া, শাওন আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের সিলেট জেলা ও বিভাগীয় নেতাকর্মী। বিজ্ঞপ্তি