শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

29
গ্রেফতারকৃত অনুজ কান্তি দাশ

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা স্ত্রী হত্যার অভিযোগে নিজ বাসা থেকে অনুজ কান্তি দাশকে থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (৫ নভেম্বর) বিকাল তিনটার দিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশ তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করে। অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি। তার পিতার নাম নরেশ চন্দ্র দাশ।
জানা যায়, অনুজ দাশের স্ত্রী অনিতা দাশ গত ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগের দিন (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে অনিতাকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে স্থানান্তর করা হয়। রাগিব রাবেয়া হাসপাতালের দেওয়া মৃত্যুর সনদে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সেরিব্রাল মেনিনজাইটিস’।
অনিতার মৃত্যুর পর তার বাবা ওই দিন (২৯ নভেম্বর) বিকেলে দিলীপ দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ করেন। অভিযোগটি শুক্রবার রাতে পুলিশ হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। অভিযোগে অনুজ দাশ, অনুজের বাবা নরেশ দাশ এবং মা পুরবী দাশকে আসামি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানে তার দাহ করা হয়। শেষকৃত্যে অনিতার বাবার বাড়ির লোকজন অনুপস্থিত ছিলেন।
অভিযোগ থেকে জানা যায়, গত তিন বছর আগে অনিতার সঙ্গে অনুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।গত ২৮ নভেম্বর রাতে একইভাবে নির্যাতন করে অনিতাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, তদন্তে স্থানীয় প্রতিবেশির মাধ্যমে জানা গেছে, অনুজ তার স্ত্রীকে প্রায়ই মদ্যপবস্থায় মারধর করতেন। অনিতার বাবার অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।