প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করতে হবে – নাহিদ

11

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে নৌকা মার্কার সমর্র্থনে ফুলবাড়ি ইউপির কিছমত মাইজভাগ গ্রামে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে সিলেট-৬ আসনের নৌকার কান্ডারী শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল শনিবার দুপুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফুলবাড়ি ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি উছমান আলীর সভাপতিত্বে ও ইউপি আওয়ামীলীগের উপদেষ্টা ছালিক আহমদ চৌধূরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের কার্য্যকরী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর। শুভেচ্ছা বক্তব্য দেন যুবলীগনেতা নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সুনা, সাবেক সহ-সভাপতি দৌলত হোসেন, তরুণ সমাজ সেবক ফরহাদ আহমদ চৌধূরী, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হক, সোহেল বক্স, জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মনরিুল হক পিনু, উপজেলা যুবলীগনেতা আজমল হোসেন মনি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারন সম্পাদক মনসুর হোসেন মুন্না প্রমুখ।
প্রধান আতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীকে সম্মান দেখিয়ে বঙ্গবন্ধুর নৌকা মার্কা উপহার দিয়েছেন। এ সম্মান আমাদের সবাইকে রক্ষা করতে হবে। সকল ভেদাবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করার জোর আহবান জানান। তিনি বলেন আমি আপনাদের কর্মী, আপনারা আমাকে কাজে পাঠিয়েছেন বিগত ১০ বৎসর আপনাদের কাজ করেছি। দেশ এবং জাতির কল্যানে যতটুকু অর্জন করতে পেরেছি সকল কৃতিত্ব আপনাদের। আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেশ তথা বিশ^ পরিমন্ডলে প্রশংসা কুঁড়িয়েছে এ অর্জন আপনাদের কারণ, আপনারাই আমাকে ভোট দিয়ে এমপি বানাইছেন পরে মন্ত্রী হয়েছি। এসময় স্থানীয় নেতাকর্মীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্বাগত জানিয়ে বলেন,জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার নৌকা মার্কাকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী ৩০ ডিসেম্বর বিপুল ভোটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।