২৯ ঘণ্টা পর জিন্দাবাজারে ইন্টারনেট সেবা স্বাভাবিক হলো

7

স্টাফ রিপোর্টার :
নগরীতে দীর্ঘদিন ধরে চলছে ভূগর্ভে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে জিন্দাবাজার, বারুতখানা পয়েন্ট ও জেলরোড এলাকার সড়কে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ চালায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
এসময় সড়কের পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসের ক্যাবল লাইন (তার) অপসারণ করে সিসিক। এতে নগরীতে ইন্টারনেট পরিষেবার বিপর্যয় ঘটে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে নগরীর ব্যাংকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম। অবশেষে সিসিক কর্তৃক লাইন কর্তনের প্রায় ২৯ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে জিন্দাবাজার এলাকায় স্বাভাবিক হয় ইন্টারনেট পরিসেবা।
জিন্দাবাজার এলাকার অনেক ব্যবসায়ী এবং বিভিন্ন অফিসের কর্মরতরা গতকাল এ প্রতিবেদককে জানান, সিসিক কর্তৃক বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল অপসারণের ফলে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সেবা না থাকায় নিয়ে বিপাকে পড়েন তারা। পরে বিকেল ৩টার দিকে এ এলাকার বিভিন্ন অফিসে ইন্টারনেট সেবা স্বভাবিক করা হয়। তবে প্রায় ২দিন ইন্টারনেটহীনতায় অনেক অফিসিয়াল কাজ ব্যাহত হয় ও অনেক অফিসে আর্থিক ক্ষতিও হয়।