সুনামগঞ্জে শিক্ষক মরহুম ফারুক আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

10

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
শ্রদ্ধা ও ভালোবাসায় সহকর্মীরা স্মরণ করলেন সুনামগঞ্জ শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম ফারুক আহমদ কে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সেরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অকাল প্রয়াত এই শিক্ষকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ফারুক আহমদের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেরকারী শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোদাচ্ছির আলম।
সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের ছাতক উপজেলা সভাপতি মো.আশিকুর রহমান, সাধারণ সম্পাদক রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল গফুর খান, প্রিন্সিপাল আলহাজ্জ মাওলানা মো.আলী নুর, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক ইমদাদুল হক মিলন, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, শিক্ষক মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক মো.আব্দুছ ছাত্তার, সুনামগঞ্জ জেলা ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও পপুলার ইলেকট্রিক সুনামগঞ্জের স্বত্তাধিকারী এবিএম জাকির হোসেন পারভেজ, সহকারি শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মুহাম্মদ মোজাহিদুল ইসলাম, শিক্ষক শামসুল হুদা, সহকারি প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, শিক্ষক মো. রুহুল আমিন, শিক্ষক মাসুক আহমদ, প্রধান শিক্ষক ওমর ফারুক , সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক জিয়াউর রহমান, শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, সাংবাদিক শহীদ নুর আহমেদ, বোরহান উদ্দিন ও মিলন আহমেদ প্রমুখ। সভায় প্রয়াত শিক্ষক মো. ফারুক আহমদের অকাল প্রয়ানে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। জেলা শিক্ষা অফিসার শিক্ষক ফারুক আহমদ এর নামে বৃত্তি চালু এবং অন্যান্যরা স্মারকগ্রন্থ প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।