জৈন্তাপুরে মানববন্ধনে একাত্মতা ॥ সাংবাদিক ডালিমের বাসায় হামলাকারীদের গ্রেফতারের দাবী

6
সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জৈন্তাপুরের শুক্রবাড়ির বাজারে মানববন্ধন পালন করে এলাকাবাসী।

সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা ভাংচুর ও লুটপাটকারীদের গ্রেফতার করতে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছে শহরতলীর শাহপরান আবাসিক এলাকার বাসিন্দারা।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি, সিলেট জেলা সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) কাছিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি ঐ কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচী অনুযায়ী ২ ডিসেম্বরের মধ্যে মাদক কারবারী সন্ত্রাসীদের গ্রেফতার না করলে ৩ ডিসেম্বর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করা হবে।
শুক্রবার রাতে শাহপরান উপশহরে মাওলানা মুহিব্বুল হকের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- চৌমুহনী বাজার কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শাহপরান উপশহরের বাসিন্দা সোহেল আহমদ, মোহাম্মদ আলী খোকন, মিটু আহমদ, আবু জাফর জাহাঙ্গির, জিলুক আহমদ, কালা মিয়া, জলিল মিয়া, মুসলেহ উদ্দিন, রকিবুল ইসলাম লস্কর, সিরাজুল ইসলাম, আব্দুল মুনিম, আব্দুল কুদ্দুস, কামাল মিয়া, মাসুক আহমদ, আবুল কাসেম, আব্দুল বাতেন চৌধুরী নাদের, ফারুক আহমদ, আল-আমীন, সালেহ আহমদ, হেলাল মিয়া, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, ফিরোজ আহমদ, শেখর রঞ্জন দাস প্রমুখ।
জরুরী সভা চলাকালীন সেখানে উপস্থিত হন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কুনু মিয়া, সমাজ সেবীহুমায়ুন কবির চৌধুরী, দক্ষিণ সুরমা জাতীয় পার্টির সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ এপলু, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া প্রমুখ।
এদিকে ২৮ নভেম্বর শনিবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল শুক্রবাড়ি বাজার এলাকায় হেফাজত আমির মুহিবুর হক গাছবাড়ি ঘোষিত ৫ দিনের আল্টিমেটামের সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচী পালন করেন চিকনাগুল এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলাকারী চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নতুবা জৈন্তাপুরের প্রত্যেকটি ইউনিয়নে কর্মসূচী ঘোষণা করা হবে। প্রবীণ মুরব্বি আহমদ আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থান এমপি সদস্য হাফিজ আব্দুল মুসাব্বির, আব্দুর নুর, আব্দুল জলিল, শ্রমিক নেতা আলাউদ্দিন, ছাত্রনেতা আব্দুর নুর, হাজী হাবিবুর রহমান, মো. সাইফুল্লা, মো. মুহিবুর রহমান, ফারুক আহমদ, পাখি মিয়া, আমিনুল আলম, সোহেল আহমদ।
অতিথিরা বক্তব্যে শাহপরান উপশহরবাসীর কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন। সেই সঙ্গে আগামীতে যে কোনো ধরনের কর্মসূচী গ্রহণ করলে তাতেও একাত্ম থাকবেন বলে বক্তারা জানান। বিজ্ঞপ্তি