গোলাপগঞ্জে ৬০ কেজি ওজনের অজগর সাপ আটক

29

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের বাঘায় ১২ হাত লম্বা ও ৬০ কেজি ওজনের একটি অজগর সাপ আটক করেছে স্থানীয় 20151110_111414.psd.psdএলাকাবাসী। এই প্রথম গোলাপগঞ্জের বাঘায় এতো বড় সাপ ধারা পড়লো। গত সোমবার বিশাল আকারের এই সাপটি ধরা পড়ে স্থানীয়দের হাতে। প্রতি বছর প্রায়ই এই এলাকায় বিভিন্ন জাতের চিতাবাঘ ও মেছোবাঘ ধরা পড়লেও এবার অন্যরকম একটি দৃশ্য স্থানীয়দের চোখে পড়লে বিভিন্ন কৌশলে এই সাপটি আটক করে। সাপটি দেখতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো লোক ভীড় করেন একনজর দেখার জন্য। সুফিয়ান আহমদ নামে এক যুবক জানান, উপজেলার ১নং বাঘা ইউপির গণ্ডামারা এলাকায় রাত্রে স্থানীয়রা মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় চোখে পড়ে এই অজগর সাপটি। তখন এলাকাবাসী সঙ্গবদ্ধ হয়ে ঝাটা, ছুলফি ও লাঠিসোটা হাতে নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে পিটিয়ে সাপটিকে আটক করে। সাপটি বাঘা হাওর থেকে উঠে খেলার মাঠ দিয়ে অন্য নির্জন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিলেট জাতীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে বলে বাঘা গন্ডামারা এলাকার সুফিয়ান আহমদ নামে এক যুবক কাজিরবাজারকে জানিয়েছেন।