জগন্নাথপুরে ১২তম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ১২ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারিদের উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জগন্নাথপুর শাখা কর্তৃক আয়োজিত কর্মবিরতি পালনকালে সরকারের কাছে বেতন বৈষম্য দুরীকরণ, টেকনিক্যাল পদমর্যাদা সহ ১২ তম গ্রেড বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জগন্নাথপুর শাখার সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারি বীরেন্দ্র কুমার দেব, আকবর আলী, বিনয় কৃষ্ণ চক্রবর্তী, আবদুল জলিল, জীবন কুমার বণিক, বকুল কান্তি দাস, রমজান আলী, রায়হান মিয়া, শাহ জামাল হোসেন, পিন্টু পাল, আবদুল মন্নান, গীতা রাণী দেবনাথ, সাখাওয়াত হোসেন, আবেদীন মিয়া, নাসিমা বেগম, নাসিমা আক্তার, আবু তাহের, সেবন রাণী চন্দ, লিকছন মিয়া, আমির হোসেন, সরজিত দাস, সুমন্ত দেবনাথ, করুণাসিন্ধু দেবনাথ, সৈয়দ মমিনুল হক, শংকর জ্যোতি দে, গিরিন্দ্র দাস, মুকুন্দ লাল দাস, সঞ্জয় আচার্য্য, হারুন মিয়া, মিতালী দাস গুপ্তা প্রমুখ।