রোটারীর পোলিও এক্সিবিশন উদ্বোধন ॥ ৩০ বছর থেকে রোটারী পোলিও নির্মূলে কাজ করে যাচ্ছে

5

বিশ^ পোলিও দিবস উপলক্ষে সিলেটে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যেগে সিলেট উদ্বোধন হলো এন্ড পোলিও এক্সিবিশন। মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট ষ্টেশন ক্লাবে হলরুমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এক্সিবিশনের উদ্বোধন করেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমেদ। এ উপলক্ষে নগরীতে একটি মোটর শোভাযাত্রা বের হয়। এন্ড পোলিও এক্সিবিশন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর শহিদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারী আহমেদ রেজাউল করিম জুবায়ের, প্রোগ্রাম চেয়ারম্যান মুফতি তাহের আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট কীন ব্রীজের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ তাজুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট তৈয়ব খাঁন লামীম, রোটা. লিটন চক্রবর্তী ও রোটারী ক্লাল সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট এস.এ শফি।
উদ্বোধনের সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর থেকে রোটারী পোলিও নির্মূলে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত সারাবিশ^ পোলিও মুক্ত হয়ে গেছে, শুধুমাত্র পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া। এই দুটি দেশ পোলিও মুক্ত হয়ে গেলে সারাবিশ^ পোলিও মুক্ত হয়ে যাবে। পোলিও টিকা খাওয়ানো বন্ধ করা যাবে না, এব্যাপারে সবসময় মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে যাতে টিকা গ্রহন থেকে কেউ বঞ্চিত না হয়। যতদিন সারা বিশ^ পোলিও মুক্ত না হচ্ছে ততদিন রোটারীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি