দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইশা ছাত্র আন্দোলনকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে — কে.এম শরীয়াতুল্লাহ

8
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর উদ্যোগে থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আইএসসিএ মিলনায়তনে থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সভাপতি ইসমাইল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে. এম শরীয়াতুল্লাহ বলেন, আজ সীমান্তে নির্বিচারে বাংলাদেশের নাগরিক হত্যা চলছে। নতজানু সরকার প্রতিবাদ তো দূরের কথা নিরবতা পালন করছে। যা স্বাধীনতার জন্য অশনি সংকেত, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইশা ছাত্র আন্দোলনকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সকল মতবাদ চরমভাবে ব্যর্থ হয়েছে, একমাত্র ইসলামই মানবতার কাঙ্খিত মুক্তির ঠিকানা। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সমাজের মাঝে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে হবে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস রুখতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য ছাত্র আন্দোলনকেই দায়িত্ব নিতে হবে।
শাখা প্রতিনিধির বক্তব্য ও রিপোর্ট পেশ করেন ইশা ছাত্র আন্দোলন শাহপরান থানা শাখার সহ-সভাপতি মো. কেফায়েত উল্লাহ, দক্ষিণ সুরমা থানা সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, কোতোয়ালি থানা সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী শাওন, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আতা উল্লাহ, ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ শেখ সাদী, ২১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মামনুন আদনান, ২২ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান তামিম, ২৪নং ওয়ার্ড সভাপতি হুসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি