কামাল বাজারে সবজির চারা বিতরণ

11
সিলেট অঞ্চলের বন্যা উপদ্রুত এলাকায় আগাম সবজি উৎপাদনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণে সবজি চারা বিতরণ করছেন আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউট মৌলভীবাজারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রফি উদ্দিন।

সিলেট অঞ্চলের বন্যা উপদ্রুত এলাকায় আগাম সবজি উৎপাদনে কৃষকদের উদ্ধুদ্ধকরণে সবজি চারা বিতরণ কার্যক্রম ২০২০এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সিলেট এর উদ্যোগে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ ছনুপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরেজমিন গবেষণা বিভাগ সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউট মৌলভীবাজারের মুখ্যবৈজ্ঞানিক কর্মকর্তা রফি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউট মৌলভীবাজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি আব্দুল বাছিত, ইব্ররাহিম আলী প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কামালবাজার এলাকার ৫০জন কৃষকদের মধ্যে আগাম সবজির চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি