গরীবের হক কুরবানী 

3
শফিকুল আলম সবুজ
বাজার গেছি গরু নিতে
কুরবানীতে খাবো ধুম,
এই আনন্দে দু’চোখ ভরে
নেইতো এখন কোন ঘুম।
আমার বাসার পাশে আছে
আবুল মিয়া না খেয়ে,
দিবানিশি কান্না করে
অশ্রু গড়ে চোখ বেয়ে।
কুরবানীতে তাদের খবর
রাখতে হবে ওহে ভাই,
তাদের ছাড়া কুরবানীটা
যেন কোন সওয়াব নাই।
তিনটি ভাগে বন্টন হবে
এটা হল অধিকার,
একাএকা খেয়ে ফেললে
পাবে না যে তুমি পার।