যোগ্য নেতৃত্বের হাত ধরেই যোগ্য কর্মী তৈরী হয় – ড. হাসান মাসুদ

54

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সাবেক মন্ত্রী ড. হাসান মাসুদ বলেছেন, খেলাধূলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার সব সময় খেলাধূলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জে সরওয়ার হোসেন স্বর্ণকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসান মাসুদ বলেন, যে কোন দলের মূল শক্তি হচ্ছেন কর্মীরা। যোগ্য নেতৃত্বের হাত ধরেই যোগ্য কর্মী তৈরি হয়। আওয়ামী লীগের যোগ্য নেত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি কর্মীদের জন্য মায়ের মত, বোনের মত। বেগম খালেদা জিয়া সহ অন্যান্য দলের প্রধানদের মধ্যে পার্থক্যই হচ্ছে এটা। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নেতাকর্মীদের সকল কোন্দল ভুলে গিয়ে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামীতেও জনগণকে সাথে নিয়ে চতুর্থ বারের মত নির্বাচিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। উপজেলার আমুড়াস্থ ড. মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার পর এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রাজনীতিবিদ মঈন উদ্দিন। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নেতা এম এ ওয়াদুদ এমরুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, খেলার পৃষ্ঠপোষক ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও জেলা শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হক, সাংগঠনিক সম্পাদক জালাল সিদ্দিকী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছামাদ জিল ও লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমজেড আলম। এতে আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হানিফ খান, সিলেটের ইমজার কোষাধ্যক্ষ ফয়ছল আলম মুন্না ও নিউ জার্সি যুবলীগ নেতা শায়েখ হোসাইন প্রমুখ।