কানাইঘাটে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

4

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস কানাইঘাটে শোকাবহ পরিবেশে পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় প্রথমে উপজেলা প্রশাসনিক ভবনে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, কানাইঘাট পৌরসভা, ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের উপস্থাপনায় শোক সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও শোক দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, কানাইঘাট প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনভর আলোচনা সভা ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচী পালিত হয়।