মা দরদী

16

মজনু মিয়া

রুদ্র তাপে ছায়া দেয় কে
আঁচল তলে নিয়ে,
মা বিনে আর কে বা আছে
ভাবুন তা মন দিয়ে।

এই দুনিয়ার দুঃখ জ্বালায়
সান্ত্বনা দেয় সে কে?
সে হলো মা তাঁর তুলনা
দিতে পারে আর কে?

নিজে না খেয়ে কিছু তার
সন্তানকে দেয় মুখে,
তবু শান্তি মিলে যে তাঁর
অশান্ত সেই বুকে।

কোন জায়গায় ঠাঁই না হলেও
মায়ের আঁচল আছে,
বিপদ আপদ জানে মায়ে
নাড়ীর বাঁধন আছে।