বদরের প্রান্তর থেকে ইসলামের বিজয় সূচিত হয়েছে – শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ী

5
নগরীর জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্ল¬ামা মুহিব্বুল হক গাছবাড়ী।

জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশ্বসভ্যতার মোড় ঘুরে যায় বদর থেকে। বদর প্রান্তর থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়। তাই প্রতিবছর ১৭ রমজান মুসলিম উম্মাহকে গৌরবময় বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। খোদায়ী কুদরতের অসীমতার সামনে নিজেদের বিলীন করে দেয়ার প্রত্যয় জাগায়।
মঙ্গলবার (১৭ রমজান) সিলেট নগরীর বালুচরে জামিআ সিদ্দিকিয়ার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনায়সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দপুর ফাজিল মাদরসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, প্রাচীন সাহিত্য পত্রিকা আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল ও মাওলানা মুসাদ্দিক আহমদ।
জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব মাওলানা আফতাব উদ্দীন খান। শুভেচ্ছা বক্তব্য দেন হাফিজ মাওলানা শরীফ আহমদ, লেখক কিশোয়ার মোশাররফ, মাহবুব মুহম্মদ, হেলাল হামাম, ফিদা হাসান ও শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এহসান রুহান। বিজ্ঞপ্তি