জাতীয় মানবাধিকার সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ ॥ সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

3

জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় জিন্দাবাজার এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফ গাজীর সভাপতিত্বে ও সাংবাদিক আবুল মোহাম্মদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি আলম খান মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা মো. রেজাউল সাজু চৌধুরী।
খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ করে দিয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সবাইকে সামর্থ্য মতো সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলাল আহমদ, কোষাধ্যক্ষ আরিফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী গণি, মানবকল্যাণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, শাহাদাত হোসেন, রহমতে এলাহী লস্কর নাঈম, ইমতিয়াজ আহমদ, ইমরান গাজী, মানিক আহমদ, মাহাজ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি