সীমান্তে হত্যাকান্ড মেনে নেয়া হবে না – ইশা ছাত্র আন্দোলন

5
বাংলাদেশের সীমান্তে অব্যাহত হত্যাকান্ডের প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর ও জেলার উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমদ মানসুর।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বাংলাদেশের সীমান্তে অব্যাহত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় সিলেট নগরীর কালেক্টরেট মসজিদ এর সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তবে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমদ মানসুর বলেন, তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক সীমান্তবর্তী নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত হত্যাকান্ড চলছে।
তিনি আরো বলেন, বিগত ১০ বছরে বিএসএফ কর্তৃক সীমান্তে ৩৩২ জন বাংলাদেশী নৃশংসভাবে হত্যা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ১০ জন হত্যা হয়েছেন। এসকল বিচার বহির্ভূত হত্যাকান্ড। আন্তর্জাতিক নিরাপত্তা আইনের সম্পূর্ণ পরিপন্থী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য আবু তাহের মিসবাহ। মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আরাফাত এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন -ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান রনি, জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মকবুল হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, জেলা প্রশিক্ষণ সম্পাদক আলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি