সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ রাজন-সুমন চক্রের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ আখালিয়ার নোয়াপাড়াবাসী

7

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়ার নোয়াপাড়াবাসী চিহ্নিত সন্ত্রাসী রাজন-সুমন চক্রের যন্ত্রণায় অতিষ্ঠ। এদের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্টসহ একাধিক মামলাও রয়েছে। তারা ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাটসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি চাঁদা না পেয়ে ওই এলাকার শাওন ও জুনেদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এ চক্রের সদস্যরা। এ ঘটনার পর তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছে। তবে হামলাকারী সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমতাবস্থায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সন্ত্রাসী চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন আহত জুনেদ আহমদের পিতা নোয়াপাড়ার বন্ধন এ/১২ এর বাসিন্দা বশির মিয়া।
বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন- সন্ত্রাসী রাজন-সুমন সহোদর চক্রের হাত থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফারুক মিয়া, এডভোকেট কিবরিয়া, মাহবুব, কয়েছ আহমদ, হাফিজ উদ্দিন, সামসউদ্দিন, আব্দুল আহাদ, সিদ্দেক আলী, মাসুক মিয়া, আব্দুল হাফিজ, আজাদ, আব্দুল আহাদ, আব্দুল মালেক, রুহিন, রকি প্রমুখ।