কমলগঞ্জে ছুরিকাঘাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুরুতর আহত

16
কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল আলম।

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল আলম (৩৭)কে সিলেট থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে শুক্রবার ভোররাতে ঢাকায় প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকায় এসব ঘটনা ঘটে। উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের একদিন আগে এ ঘটনায় এলাকায় আতংক ও উত্তেজনা বিরাজ করছে। আহত শাহেদুল আলম কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের ভাগ্না।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ সরকারী গণ-মহাবিদ্যালয়ের একটি ঘটনার জের ধরে সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শাহেদুল আলমকে পৌর এলাকার নছরতপুর এলাকার শওকত মিয়ার ছেলে সরকারী গণ-মহাবিদ্যালয়ের ছাত্র সাকের মিয়া কয়েক সহযোগিসহ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় দ্রুত গুরুতর আহত অবস্থায় শাহেদকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে আশঙ্কা জনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়। বিকালে ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে শাহেদুল আলমকে অপারেশন করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। স্থানীয়ভাবে উত্তেজনার কথা ভেবেই পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে বলেও তিনি জানান।
এদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল আলম এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শাহেদুল আলমের মামা কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এদিকে তার দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার কমলগঞ্জের বিভিন্ন মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।