সিলেটসহ সারাদেশে ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

2

কাজির বাজার ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। আবহাওয়া অফিসের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী রয়েছে।