অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ১৭ হাজার টাকা জরিমানা

14

স্টাফ রিপোর্টার :
বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংক্ষরণ-২০০৯ ও কৃষি বিপনন- ২০১৮ এর আইনে ৫টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্তকালিঘাট, খেওয়াঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এই জরিমানা করেন।
কালিঘাটের সুমন বিজনেসকে ৪ হাজার, সাদিক ট্রেডার্সকে ৪ হাজার, এমডি এন্টারপ্রাইজকে ৩ হাজার, সন্তোষী ভান্ডার-২কে ৩ হাজার, হাজি সামছু মিয়া এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বাজার কর্মকর্তা মুর্শেদ কাদেরসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।
সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন অজুহাতে দোকানিরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছিলেন। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৫ দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে।