প্রাথমিক শিক্ষকদের ২য় দিনের কর্ম বিরতি পালন

24

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী মোতাবেক সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ গ্রেডের দাবিতে গতকাল ২য় দিনের কর্ম বিরতি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় সিলেট জেলায় প্রতিটি বিদ্যালয়ে পালিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিনিয়র সদস্য মোঃ শহীদুজ্জামান ঐক্য পরিষদের আহুত কর্মবিরতি ২য় দিনের মতো কর্মসূচি পালন করায় সিলেট জেলার প্রাথমিক নেতৃবৃন্দ ও সকল শিক্ষক বৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা জানান। সিলেট জেলা প্রতিনিধি প্রতাপ কুমার চক্রবর্তী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে, সারা দেশের ন্যায়, সিলেট জেলায় কর্মবিরতি শান্তিপূর্ণ ভাবে পালিত হওয়ায় সিলেট জেলার সকল সহ -যোদ্ধা শিক্ষক ভাই ও বোনদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান। আগামীকালের অর্ধ দিবস কর্মসূচী পালনের জন্য জেলার সকল শিক্ষকের প্রতি আহবান জানান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিলেট জেলা প্রতিনিধি প্রমথেশ দত্ত বলেন, আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না। সরকারী চাকুরী আচরণ বিধি লঙ্ঘন করছি না। আমাদের মর্যাদা রক্ষার জন্য বিধি মোতাবেক দাবী জানিয়ে যাচ্ছি। আগামীকাল অর্ধদিবস কর্মবিরতি পালনের জন্য তিনি জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানাচ্ছি। তিনি বলেন, আমরা দীর্ঘ ৬ বছর যাবত সহকারী শিক্ষকের ১১তম গ্রেডের বিষয়ে সরকারের নিকট বিভিন্নভাবে দাবী জানিয়ে আসছি।
তিনি বলেন শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা। আমরা কথা দিচ্ছি সমাপনী পরীক্ষায় বিগত বছর থেকে এ বছর আরো ভালো ফলাফল নিয়ে আসবো। বিজ্ঞপ্তি